top of page
এই সপ্তাহের কবিতা
চর্যাপদের আদি কবি শবরপাদের
একটি বিখ্যাত কবিতা
উষ্ণা উষ্ণা পাবত তহিঁ বসই সবরী বালী।
মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সবরী গীবত গুঞ্জরী মালী
উমত সবরো পাগল সবরো মা কর গুলী গুহারী।
তোহেরী ণিঅ ঘরিণী নামে সহজ সুন্দরী
নানা তরুবর মৌলিল রে লাগেলী ডালী।
একেলী সবরী এ বণ হিন্ডই কর্মকুন্ডল বজ্রধারী
তি অ ধাউ খাট পড়িলা সবরো মহাসুহে সেজি ছাইলী।
সবরো ভূঅঙ্গণইরামণি দারী পেম্ম। রাতি পোহাইলী।
হিঅ তাঁবোলা মহাসূহে কাপুর খাই।
সুণ নৈরামণি কণ্ঠে লইআ মহাসূহে রাতি পোহাই
গুরুআক ধণুআ বিন্ধ ণি অ মণে বাণে।
একে সর সন্ধানে বিন্ধহ বিন্ধহ পরম ণিবাণে
উমত সবরো গরুআ রোসে।
গিরিবর সিহর সন্ধি পইসন্তে সবরো লোড়িব কইসে
bottom of page