top of page

অদৃশ্য চৌকাঠ
জাহাঙ্গীর আজাদ
বয়ঃসন্ধি পেরুনোর তুমুল কৈশোরে
আমি হঠাৎ দৈর্ঘ্যে আশপাশের সবাইকে
ছাপিয়ে গেলাম আর
আমার প্রপিতামহের তৈরি মাটির বাড়ির
দরজায় ছিলো নিচু চৌকাঠ
বাড়িতে ঢুকতে বেরুতে প্রতিদিন
কতোবার যে ললাট ঠুকে যেতো
এতোযুগ পেরিয়ে এসেও
তোমার খুব কাছে আসতে যতোবার চাই
ললাট ঠুকে যায় ভিন্ন এক অদৃশ্য চৌকাঠে
bottom of page