top of page
mamun abdullah.jpg

আজকের কবিতা

মামুন আবদুল্লাহ

sikor logo 1.png

বিভীষিকা বর্ষ

মামুন আবদুলস্নাহ

 

কুড়ি সাল বিষে মাখা বিভীষিকা বর্ষ

কেড়ে নিয়ে গেলো সে বহু আশা হর্ষ।

বিয়ে-শাদি উৎসবে ক্ষীণ সব আয়োজন

ভয় নিয়ে ঘরে থাকা যেন এক রণক্ষণ!

ঝরে গেলো বহু প্রাণ কোভিডের আঘাতে

অসহায় মানুষেরা কেঁদে যায় হাভাতে!

দেশজুড়ে রাহাজানি পরপর খুন আর ধর্ষণ

বিবেকের মাথা খেয়ে চাষ হয় মন্দের দর্শন।

সড়কে মরন নেমে ছুটে লাশ কবরে

লুটেপুটে দুর্নীতি ওঠে সব খবরে।

বিদ্যার সুচকে ধস খায়্ত লজ্জায় লাল হয় দেশটা

স্বাস্থ্যের কংকাল হয়ে বের আছে তবু রেশটা

সুন্দর প্রত্যয়ে দূর হোক আছে যতো মন্দ

নব দিনে ভুলে যাই হানাহানি দ্বন্দ্ব।

bottom of page