top of page



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উললক্ষে শিকড়ের কবিদের কবিতায়
স্মরণ, শ্রদ্ধাঞ্জলি

তিনি মানেই একটি জাতি
সাইফউদ্দিন আহমেদ (বাবর)
তারা তাঁকে মেরে ফেললো
স্বপরিবারে, ভেবেছিলো তাঁর
নাম মুছে ফেলবে চিরতরে!
মুছে ফেলা এতোই সহজ?
কাগজের মানচিত্র
হয়তোবা মুছে ফেলা যায়,
কিন্তু একটা দেশ,একটা জাতি
মুছে ফেলা যায়?
মানুষ রূপী পশুরা সেদিন
বুঝতে পারেনি-
তিনি মানেই একটি দেশ
তিনি মানেই একটি জাতি
তিনি মানেই মানুষের
বেঁচে থাকার স্বপ্ন।
বুঝতে পারেনি বলেই
অমানুষরা গেছে
ইতিহাসের আস্তাকুড়ে।
আর তাঁর স্থান হয়েছে মানুষের হৃদয়ে,
তাঁর ঠাঁই হয়েছে পৃথিবীর
সব ইতিহাসের পাতায়।
bottom of page