top of page
এই সপ্তাহের কবিতা
মোস্তাক আহমাদ দীন
দুর্বোধ্য
মোস্তাক আহমাদ দীন
কোথাও জঙ্গল নেই, তবু কারা পাতা
পুড়াতে এসেছে এই মাঘ-পূর্ণিমায়!
এই ভিড়ে কার ঘর আগুনে পুড়বে,
প্রকাশ্যে নামবে কারা আজ? ঠগী-বর্গী, ঘরেরই প্রহরী?
এই দৃশ্য দেখে আমি হয়েছি নির্বাক
খঞ্জ অন্ধ, পাথুরে রাস্তায়;
ইটপাথরেরও বহু আগে কত ধূলি-খড় ওড়ে,
কত স্মৃতি উড়ে আসে স্বাগত সন্ধ্যায়
এই ভিড় সমুদ্র ভেবে মনে মনে
ভেবে বসি অজলসমাধি!
দুহাতে আগুন নিয়ে কারা আজও
পাতার বদলে রোজ বাতাস পোড়ায়?
bottom of page