top of page

এই সপ্তাহের কবিতা
রফিক আজাদ
কবিতাটি শিকড় প্রথম সংখ্যা, ১৯৯৮ সালে প্রকাশিত

অধুনা মাইকেল
রফিক আজাদ
দুঃখে তোমার ডুকরে দেবো
দুঃখ নদীর অগাধ জলে, অগাধ জলে
তোমার সাঁতার - না জানা প্রাণ
ডুবতে ডুবতে ডুবে যাবে, ডুবে যাবে;
তোমার শরীর আসবে শুধু
অগাধ গভীর জীবন জলে,
ভাসবে তুমি, ডুববে তুমি
ডুবতে ডুবতে উঠবে ভেসে-
দুঃখ তোমার
ভাসতে হবে
ভাসতে হবে-
ভাসবে-ডুববে অন্তহীন এক
লবণ জলে-
দুঃখী জীবন এছাড়া আর কী পেতে চায়!
সুখের দরজা কুলুপ আঁটা
সুখের ঘরে ঢুকতে মানা-
এতো তোমার ছিলোই জানা;
তবু মাইকেল, কী দুরাশায়-
বাঁধছো এ বুক গভীর গহন অমানিশায়।
bottom of page