শিকড়- তথাকথিত মুখবন্ধ
সাম্প্রতিক, ২০২০
শিকড়- তথাকথিত মুখবন্ধ
আজ থেকে ২৩ বছর আগে, ১৯৯৮ সালে, শিকড় তার যাত্রা শুরু করেছিল অনলাইন ও প্রিন্ট- উভয় মাধ্যমকেই। এবং শিকড় ছিল সে সময়ে যুক্তরাজ্য থেকে প্রকাশিত সর্ব প্রথম ওয়েভম্যাগ। শিকড়ের উত্থানের ভেতর দিয়ে অনিবার্য পতনও আসে! আমরা থমকে গিয়েছিলাম..! দীর্ঘ অবসর যাপনের পর পাঠকমহলে আবার শিকড় তার উপস্থিতি নিয়ে হাজির হয়েছে। আবারও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি শিকড়-এর অনলাইন সংস্করণের পাশাপাশি যথাযথ ভাবে প্রিন্ট সংস্করণও প্রকাশিত হবে এবং আপনাদের হাতে পৌঁছে যাবে দ্রুত। সময়ের নয়, সুযোগের অপেক্ষা মাত্র।
বিশ্বায়নের সবচে চ্যালেঞ্জিং সময় এখন, বিজ্ঞান দ্রুত বদলে দিচ্ছে পৃথিবীর আদল, ঘটছে মানুষের চিন্তা ও চেতনার ব্যাপ্তি। গত দুইযুগে পৃথিবীটাকে আরো কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যের উত্থান এবং বিবর্তন লক্ষণীয়, আর এই বিবর্তনের পুরোহিত হিসাবে ইন্টারনেটই কাজ করছে পুরোভাগে। বাংলা সাহিত্যের গতি ক্রমান্বয়ে তার ধারা বদলিয়ে বেগবান হচ্ছে দ্রুত। ইন্টারনেট ব্লগ, ফেইসবুক,অনলাইন পত্রিকা সহ নানাভাবে সাহিত্যও সাহিত্যিকদের সাথে যোগাযোগ মাধ্যম ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। আঙুলের টিপে যখন তখন অনলাইন আর্কাইভ এবং ভার্চুয়াল লাইব্রেরীতে এক্সেস পাচ্ছি। তারপরও আরো উত্তরণ চাই.. আমরা উত্তরণের অপেক্ষায় আছি...। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, সাথে সাথে স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, যারা দীর্ঘ নয় মাসের যুদ্ধ-সংগ্রামে নানাভাবে সম্পৃক্ত ছিলেন, আমরা স্মরণ করি সবাইকে, আজ স্মরণ করি জাতির জনককে, যাদের রক্ত, ত্যাগ আর প্রত্যয়ের ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম।বিনম্র শ্রদ্ধা।
- ফারুক আহমেদ রনি
প্রথম সংখা, ১৯৯৮
আদি সম্পাদকীয়...
প্রিয় জন্মভূমি বাংলাদেশ আর ওপার বাংলা বলে খ্যাত ভারতের পশ্চিম বঙ্গের পরে সবচে' বেশি বাংলা ভাষাভাষি মানুষের বসবাস আমাদের এই বিলেত ভূমিতে। এপার ও ওপার বাংলার পরে আমাদের অনুভবে ও বিশেষণে যা এখন 'তৃতীয় বাংলা'। বাঙালি এখানে শক্ত শিকড় গেড়েছে সুদীর্ঘকাল। আর এবার আমাদের হাত দিয়ে অভিষেক হলো আরেকটি শিকড়- এর।শিকড় প্রোথিত হলো বিলেতের বাংলা সাহিত্যের জীর্ণতাক্রান্ত অস্থিমজ্জায় শক্তি ও সাহস যোগানোর অনিবার্য ভূমিকায়। প্রবাসে নানা প্রতিকূলতা আর বিভিন্ন...
বাদের সমস্যার সংগ্রামে, সমাজ, সংগঠন জরাগ্রস্থ বিবেক আর বৈষম্যের ভেতর দিয়ে শিকড় তার মাটিকে শক্ত করে আঁকড়ে ধরবে প্রতিনিধিত্বশীল প্রতিবাদী কন্ঠস্বর হয়ে। অর্থ সময়ের সাথে টেক্কা দিয়ে আমরা বিবেকবান, সচেতন পাঠকের হয়ে আজ এবং সুন্দর আগামীর অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ। স্বদেশ মাটির টানে নুয়ে পড়া আত্মার ঐশ্বর্যই হচ্ছে শিকড়।আমরা এ বোধেই পত্রিকাটি প্রকাশে অনুপ্রাণিত হয়েছি। কতটুকু সফল হতে পারবো সে বিচার পাঠকেরাই করবেন। পাঠকেরাই নির্ণয় করবেন শিকড়ে- এর ভবিষ্যৎ এবং কোনদিকে প্রসারিত হবে এর শাখা-প্রশাখা। আমরা আমাদের দপ্তরে এ ব্যাপারে উন্মুক্ত মতামত পাঠানোর আহ্বান জানাচ্ছি।
শুরুতেই আমাদের প্রয়াস রয়েছে শিকড়ের মাধ্যমে বিলেতের সাথে স্বদেশভূমি বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির একটি সংযোগ সেতু স্থাপনের। তাই প্রথম সংখ্যার একটা বড় অংশ জুড়ে রয়েছে স্বদেশের লেখা। যা সম্পাদিত হয়েছে ওখান থেকেই। বিশ্বের অন্যান্য অঞ্চলের অবস্থানরত বাঙালিদের সাথেও আমাদের সংযোগ সেতু স্থাপিত হবে। সে প্রয়াসও নেয়া হয়েছে প্রথম সংখ্যাতেই।
আমরা আশা করছি, বিলেতে বিলেতে সৃজনশীল পাঠক এবং লেখক সৃষ্টিতে শিকড় একটি বিশেষ ভূমিকা রাখতে পারবে। আমরা এই সাহসী আয়োজনে ব্রতী হয়েছি বিশেষ করে শক্তিমান লেখক ও সাহিত্যকদের অনুপ্রেরণায়। একইভাবে শিকড় এর প্রাণ ছুঁয়ে আছেন প্রতিশ্রুতিশীল নবীন এবং উদীয়মান লিখিয়েরাও
যাত্রা শুরুতেই আমরা ঘোষণা দিচ্ছি শিকড়- এর ইন্টারনেট প্রকাশের। শিগগিরই আমরা অনলাইন ওয়েভের মাধ্যমে প্রতিমাসে বিশ্বের বাংলা ভাষাভাষিদে ঘরে পৌঁছে দেবো শিকড়- এর বিশেষ বিশেষ লেখাগুলো।
সকল প্রতিকূলতা ডিঙিয়ে শিকড় যাতে সৃজনশীল পাঠক ও লেখকের চাহিদা পূরণে সচেষ্ট হতে পারে, সকল টানাপোড়েন ডিঙিয়ে পরিপূর্ণ হয়ে উঠতে পারে- সেইজন্যই আমরা সকল মহলের কাছে সহযোগিতা চাইবো। শুভেচ্ছা - সাহিত্য শিল্প ও সংস্কৃতির প্রতি নিষ্ঠাবান সকল মানুষ, বিজ্ঞাপনদাতা, লেখক -যাদের জন্য আমাদের যাত্রা হলো শুরু।
- ফারুক আহমেদ রনি।